আপনি যদি জানতে চান বর্তমানে কোন পেশাটি সবচেয়ে চাহিদা সম্পন্ন, তাহলে উত্তর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এমন পেশা যার মার্কেট ডিমান্ড সব সময় বাড়বে, কমার কোন সম্ভাবনা নেই।ফ্রিল্যান্সিং মার্কেটের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের লোকাল মার্কেটে অনলাইন থেকে শুরু করে বড় বড় কোম্পানীতে রয়েছে ডিজিটাল মার্কেটারের ব্যাপক চাহিদা।
একটা সময় আসবে যখন অনেক কর্মজীবী মানুষ তাদের চাকুরী হারাতে থাকবে শুধু মাত্র প্রযুক্তি জ্ঞানের অভাবে। গতানুগতিক ট্রেডিশনাল মার্কেটকে পেছনে ফেলে সামান্য বাজেটে কাস্টোমার এনগেইজমেন্টের মাধ্যমে সঠিক সেলস ফানেল ব্যবহার করে সেল জেনারেট করা ডিজিটাল মার্কেটারের প্রধান কাজ। যার কারণে স্বভাবতই বলা চলে একজন ডিজিটাল মার্কেটার যেকোন কোম্পনীর জন্যই একটি ট্রাম কার্ড।
কোর্সটি করলে কিভাবে উপকৃত হবেনঃ
কোর্সটি কাদের জন্য প্রযোজ্যঃ
5 Courses
399 students
অসাধারন একটি কোর্স। আল্লাহ আপনার মোঙ্গল করুক। এত সুন্দর সুজুগ একমাত্র ভালমানুষই করে দিতে পারে। ধন্যবাদ ভাইয়া।
I did your free course before. Seeing the group starting the video course, I got the opportunity to watch the video again. I will be able to weld it again. Thanks bro.
The best course I've ever seen. Mentor would like to see all the videos quickly.
Thanks to Dreams IT Solution.
The best teaching style I have ever seen. No one teaches so well in a free course.
Thanks dear mentor.
অনেক সুন্দর একটি কোর্স। ধন্যবাদ প্রিয় মেন্টরকে। মেন্টর বাকি ভিডিও আপরোড হতে কত সময় রাগবে। অনেক আগ্রহ নিয়ে শিখতে আছি।
আমি শুভ ভাইকে অনেক দিন জাবত বুস্ট করলে কেন রেজাল্ট পাচ্ছি না তার জন্য কল করে জালাতাম। তার পর তার থেকে কোর্স করে শিখতে চাইলাম। সে বললো আগে টাকা ইনভেস্ট না করে আমি একটা ফ্রি কোর্স দিচ্ছি তা করেন। তার পরও আরো এডভান্স দরকার হলে তখন কোর্স করিয়েন। কিন্তু আমি শুভ ভাইয়ের ১০টা ভিডিও দেখেই মনে হচ্ছে আমার আর এডবান্স করা লাগবে না। কারন সে অনেক ভাল ভাবে বুঝিয়েছে। ফ্রি কোর্স। ৩০টা ভিডিও আপলোড হবে শুভ ভাই বরলো তা হলে আমি আমার বিজনেস আমি নিজেই ভাল ভাবে করতে পারবো।
Etare Facebook Marketing Na Bole How to Create a Facebook Page Bollei Better Hoito....
Good
Well decorated and Course moduls are easy to understand. Will recommend this for beginning fb marketing.